প্রেস বিজ্ঞপ্তি:
৮ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও সুবিধা বঞ্চিত মায়েদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কক্সবাজার জেলার সংগঠক সাবেক কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিমের উদ্যোগে দোয়া মাহফিল ও অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত মা’য়েদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
মোরশেদ হোসাইন তানিম বলেন’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সবচেয়ে বেশি যিনি অনুপ্রেরণা,সাহস যুগিয়েছেন, সংকটে পাশে থেকে সারাজীবন যিনি সহযোগিতা করে গেছেন সহযোগিতা করেছেন এবং পশ্চিম পাকিস্তানিদের মিথ্যা মামলায় যিনি জীবনের বেশীরভাগ সময় কারাগারে যাপন করেছেন, কিন্তু সন্তানদেরকে বাবার অপূর্ণতা বুঝতে দেয়নি, বাড়ীর বাজারের টাকা জমিয়ে জাতির পিতাকে রাজনীতি করতে সহায়তা করেছেন,সে মহীয়সী নারী বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আজ জন্মদিন। আজকের এই দিনে তার প্রতি গভীর শ্রদ্ধা এবং তার আদর্শকে আমাদেরকে ধারণ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইয়াকুব আলী ইমন, সাবেক ছাত্রলীগ নেতা কক্সবাজার, আব্দুল লতিফ,আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন,
সাবেক ছাত্রনেতা এ আর মোবারক হোছেন, হেদায়েত উল্লাহ বাবুল, মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা নুরুল আজিম,সোহেল রানা, সাবেক ছাত্রনেতা আয়ুব উল ইসলাম রনি,শেখ রাসেল এর নেত্রী বাধন সরকার, মুনতাসীর ওয়ালিদ, তাহসিন হাসান, মিনহাজুল ইসলাম সোহাগ,তৌহিদুল ইসলাম সহ এসময় অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির শুরুতে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সুফিয়া মসজিদের সহকারি পেশ ঈমাম হাফেজ জাহেদ হোসাইন।