মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার শহরের পশ্চিম টেকপাড়া মোহাম্মদ আলী লেইন এর বাসিন্দা কলিম উল্লাহ আর নেই। মঙ্গলবার ৯ আগস্ট রাত ৮ টা ১০ মিনিটের দিকে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
পশ্চিম টেকপাড়া সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা কলিম উল্লাহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। মরহুম কলিম উল্লাহ কক্সবাজার পৌরসভার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা মরহুম মুহাম্মদ আলী’র দ্বিতীয় পুত্র। প্রবীন এই মুরব্বির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার ১০ আগস্ট জোহরের নামাজের পর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।
শোক প্রকাশ :
পশ্চিম টেকপাড়া সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা কলিম উল্লাহ’র মৃত্যুতে পরিষদের পক্ষে সভাপতি বখতিয়ার হোসেন, টেকপাড়া সোসাইটি’র সভাপতি এম. জাহেদ উল্লাহ জাহেদ, সাধারণ সম্পাদক শেখ আশিকুজ্জামান আশিক, সাংগঠনিক সম্পাদক ফায়সালুল আলম, সহ সাধারণ সম্পাদক জাবেদ উল্লাহ মিয়াভাই গভীর শোক প্রকাশ করেছেন। দুই সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।