মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলায় ডেঙ্গু রোগী আশংকাজনক হারে বাড়ছে। চলতি মওসুমে জেলায় প্রায় ১০ হাজার রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তারমধ্যে, রোহিঙ্গা ক্যাম্প গুলোতে ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য জানিয়েছেন।

আক্রান্ত কক্সবাজার জেলার ডেঙ্গু রোগীদেরর মধ্যে শতকরা ৯৭’২০% ভাগ রোহিঙ্গা শরনার্থী। যারা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আক্রান্ত হয়েছে। অবশিষ্ট শতকরা ২’৮০% ভাগ স্থানীয় নাগরিক। আবার এ বছর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও অন্যান্য বছরের তুলনায় অপেক্ষাকৃত বেশী।