নিজস্ব প্রতিবেদক
গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে সোমবার (২২ আগস্ট) দুপুরে অডিটোরিয়ামে অনুষ্ঠানে এমও সিএস ডাঃ মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি, এমও ডিসি ডাঃ মোহাম্মদ নুরুল হায়দার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআই এমও ডাঃ এফ এম জাহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ প্রমিতি কর্মকার, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়ুয়া, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট হামিদ আলী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার থোয়াইনুমং মারমা, প্রধান সহকারী আবু তৈয়বসহ সকল কর্মকর্তা/ কর্মচারীগন উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরার দ্রুত আরোগ্য কামনায় মোনাজাত করা হয়।