আবু সায়েম, কক্সবাজার:
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন স্পেশাল টিমের অভিযানে মেরিন ড্রাইভ সড়ক থেকে অবৈধভাবে পাচারকালে ঝিনুক বোঝাই ট্রাক ও কক্সবাজার বাসস্ট্যান্ড এলাকা হতে বালি বোঝাই ডাম্পার জব্দ করা হয়েছে।
২৬ অক্টোবর ( মঙ্গলবার) কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন স্পেশাল টিমের ওসি ও শহর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহার নেতৃত্বে ও অন্যান্য বনকর্মীদের সহযোগিতায় অভিযান চালিয়ে সাগর থেকে অবৈধভাবে উত্তোলিত ঝিনুক পাচারকালে ঝিনুক ভর্তি ট্রাক আটক করা হয়।
অপর অভিযানে, কক্সবাজার বাসস্ট্যান্ড এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে অবৈধভাবে উত্তোলিত বালি পাচারকালে বালিভর্তি ডাম্পার আটক করা হয়েছে।
স্পেশাল টিমের ওসি সমীর রঞ্জন সাহা বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড় কেটে বালি পাচারের দায়ে বালি বোঝাই ডাম্পার আটক পূর্বক রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে। অপরদিকে সাগর থেকে অবৈধভাবে উত্তোলিত ঝিনুক পাচারকালে ঝিনুক সহ ট্রাক জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট আসামী ও জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম বলেন,অবৈধ বালু পাচারকারী , সরকারি বন ভূমি জবরদখলকারী সিন্ডিকেটসহ পাহাড় খেকোদের বিরুদ্ধে বন বিভাগ সজাগ ও সতর্ক রয়েছেন।তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরকারি বন ভূমি উদ্ধার, অবৈধ বালু উত্তোলন রোধসহ সরকারি সম্পদ ও বনজ সম্পদ রক্ষার্থে বন বিভাগের প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।