প্রেস বিজ্ঞপ্তি:
নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

শনিবার (৩ আগস্ট) বিকালে জেলা বিএনপির কার্যালয় চত্বরে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, সরকার ও সরকারি দলের লোকজন দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেশকে পঙ্গু করে দিয়েছে। এ কারণে এখন তারা জনগণের তোপের মুখে পড়েছে। তাই দিশেহারা হয়ে দেশের জন্য প্রতিবাদকারী বিএনপির নেতাকর্মীদের পুলিশ দিয়ে গুলি করে হত্যা করছে।

সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, অনেক জুলুম করেছেন, এবার দিন শেষ হয়ে এসেছে। এদেশের মানুষ আপনাদের লুটপাটের হিসাব নেবে। সময় আর বেশি নেই; পালানোর পথ খুঁজে পাবেন না।

প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর ও সরওয়ার রোমনের যৌথ সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক এম মোকতার আহামদ ও আতাউল্লাহ বোখারী, জেলা কৃষক দলের আহবায়ক আশরাফুল হুদা জামশেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন ও মউসুদুর রহমান মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. মোঃ ইউনুছ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দীন আফসেল, সহ-সভাপতি ও পৌর যুবদলের আহবায়ক আজিজুর হক সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এড. মনির উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক আবদুর রহিম, জেলা

ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসাইন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, যুগ্ম-সম্পাদক মিজানুল আলম মিজান, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ছুরত আলম, ঈদগাঁও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আজিজুল হক রুবেল, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ ইলিয়াছ ও জয়নাল আবেদীন, মহেশখালী উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রিয়াদ মোঃ আরাফাত, পৌর শ্রমিক দলের আহবায়ক আবছার কামাল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান সিকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাব উদ্দীন, সাবেক ছাত্রদল নেতা আকতার নূর, ছাত্রদল নেতা সাহেদুল ওয়াহিদ সাহেদ, টেকনাফ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ রুবেল। এছাড়াও বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশের শুরুতে কোরআন তেলোয়াত করেন পৌর বিএনপির সহ-সভাপতি হাজী মনির আহামদ।