নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আলীসহ পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে।
হামলার শিকার উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. রিয়াজের মা জয়নাব বেগম (৫০) বাদি হয়ে গত ২৯ আগস্ট চট্টগ্রামের আদালতে এ মামলা দায়ের করেছেন। সিআর মামলা নং-৪৩১/২২। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৬ চট্টগ্রােমর বিচারক এ মামলা নথিভুক্ত করার থানাকে আদেশ দেন।
মামলার আসামিরা হলেন- মো. জমির উদ্দিন (২৮), ওয়াজেদ আলী (২৫), মোহাম্মদ আলী (৩২), জয়নাল আবেদীন (২৫) এবং মিজানুর রহমান (২২)। এদের মধ্যে মোহাম্মদ আলী সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি।
এর আগে গত ২৩ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজেরা মেম্বারের বাড়ির সামনে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. রিয়াজের ওপর হামলার ওই ঘটনা ঘটে।
মামলার এহাজার সূত্রে জানা যায়, মামলার ৩ নম্বর আসামী মোহাম্মদ আলীর ভাগিনার সাথে কথা কাটাকাটির জের ধরে রিয়াজের উপর চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রিয়াজের মাথায় আঘাত করা হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় ১৭টি সেলাই করা হয়েছে। এ সময় তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে হামলাকারীরা।
সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মো. রিয়াজ বলেন, ‘সামান্য কথা কাটাকাটির জের ধরে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীসহ চারজন আমার ওপর অতর্কিত হামলা চালায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
অন্যদিকে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। মামলাটি তদন্ত কর্মকর্তা সাতকানিয়া থানার এসআই মো. শামছুদ্দোহা বলেন, ‘মামলাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রতিবেদন আদালতে পাঠানো হবে।’ সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মামলার বিষয়ে অবগত আছি। আসামি ধরার জন্য আমাদের টিম কাজ করছে।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।