জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনে যেভাবে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশের মানুষের বিভিন্ন দাবি -দাওয়া তুলে ধরে, সেভাবেই কূটনৈতিক সম্পর্ক তৈরি ,জোরদার , দরকষাকষি সহ বিভিন্ন বিষয়ে কূটনীতিক দক্ষতা বৃদ্ধি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স এসোসিয়েশন।

ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘???????????????????????????????????? ???????????????????????????? ???????????????????????????? ???????????????????????????????????????????????????? ???????????????????????????? ???????????????????????? ???????????????????????????? ???????????????????????? ????????????????????????????????????????’ শীর্ষক ৩দিনব্যাপী ন্যাশনাল মডেল ইউএন কনফারেন্স আজ ০৮ সেপ্টেম্বর (২০২২ ) বৃহস্পতিবার দুপুরে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কনফারেন্স উদ্বোধন করেন।

ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স-এর মহাসচিব মো. আশিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গিওয়িন লুইস ও ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের মডারেটর অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বিশেষ অতিথি এবং এসওএস চিলড্রেনস্ ভিলেজ-এর জাতীয় পরিচালক ড. মো. এনামুল হক সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সিদ্ধার্থ গোস্বামী প্রবাল অনুষ্ঠানে বক্তৃতা করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নৈতিক মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দায়িত্ববোধ ব্যক্তির স্বাধীনতাকে অর্থবহ করে তোলে। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা, মত বিনিময়, কূটনৈতিক দক্ষতার বিকাশ ও সৃজনশীল কর্মকা-ের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি আহ্বান জানান।