মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কক্সবাজার জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরীকে আবারো আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সভাপতিত্বে শনিবার ১০ সেপ্টেম্বর গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় মোস্তাক আহমদ চৌধুরীকে এ মনোনয়ন দেওয়া হয়। বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান এবং প্রশাসক পদে দায়িত্ব পালন করেছেন।
কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদের নির্বাচনে আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৭ অক্টোবর সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনে কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদকে রিটার্নিং অফিসার, কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন এবং কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা-কে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।