আব্দুস সালাম,টেকনাফ :

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে মিনিবাস ও অটোরিক্স (সিএনজি) এর মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৩ জন।

রবিবার(১১ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং মিনাবাজার এলাকার মো. ইউনুসের ছেলে মো. জয়নাল(৩৬)ও একই এলাকার অটোরিক্সা (সিএনজি) এর চালক রহমত উল্লাহর ছেলে মো. মামুন(২৭)।

টেকনাফ হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, রবিবার বেলা ১টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় টেকনাফ গামী এ.সালাম এসি সার্ভিস (ঢাকা মেট্রো-স-১২-০১০) মিনি বাসের সাথে বিপরীত থেকে আসা অটোরিক্সা (সিএনজি) এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৩জন।

নিহতদের মধ্যেই একজন অটোরিক্সা চালক ও অপরজন অটোরিক্সা (সিএনজি) এর মালিক বলে জানা গেছে।

তিনি আরও জানান, মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।