মোঃ আরাফাত সানি, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফ হাসপাতালে একটি অদ্ভুত শিশুর জন্ম হয়েছে। জন্মের পরপরই শিশুটি মারা যায়। চিকিৎসকের ভাষায় এ ধরনের শিশুকে ‘প্রিম্যাচিউর বেবি বলা হয়ে থাকে।
সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ শিশুটির জন্ম হয়।
জানা গেছে, সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল গ্রামের জহির হোসেনের স্ত্রী ছকিনা বেগম। সোমবার ১২ সেপ্টেম্বর সকালে প্রসব যন্ত্রণা নিয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
রাতে ব্যথা বেশি হলে হাসপাতালের কনসালটেন্ট গাইনি বিশেষজ্ঞ মাধ্যমে গর্ভ থেকে অদ্ভুত এ শিশুকে বের করেন। এটি জহির-ছকিনা দম্পতির ৫ম সন্তান।
এদিকে, এ শিশুর জন্মের সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতালে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন ভিড় করে। শিশুটি জন্মের ১০/১৫ মিনিট পর মারা যায়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, সোমবার রাতে এই নবজাতকের জন্ম হয়। নবজাতক শিশুটি মারা গেলেও প্রসূতি মা সুস্থ রয়েছেন।
তিনি আরও জানান, অন্তঃসত্ত্বা নারীদের অনেকের নির্দিষ্ট সময়ের আগেই সন্তান প্রসব হলে। এ ধরনের শিশু জন্ম নেয়। এ ধরনের জন্ম নেওয়া শিশুকে প্রিম্যাচিউর বেবি বলা হয়ে থাকে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।