সংবাদ বিজ্ঞপ্তিঃ
আগামী ২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার লাবণি পয়েন্টের হোটেল মিশুক কনফারেন্স হলে কক্সবাজার জেলা খেলাফত মজলিসের আয়োজনে “উপজেলা প্রতিনিধি সমাবেশ” অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় (১২ সেপ্টেম্বর) শহরের দায়িত্বশীল বৈঠক ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস জেলা সভাপতি মুফতি মাওলানা আবু মুসা।
বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজী ও সহ সাধারণ সম্পাদক আব্দুর রহীম মঞ্জু।
শহর সভাপতি হাফেজ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ওয়ার্ড সমূহের দায়িত্বশীলদের মধ্যে মাওলানা আবু জর, মাওলানা হাফেজ আব্দুল্লাহ, মাওলানা আমির হুসাইন উপস্থিত ছিলেন।