হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
টেকনাফের হ্নীলা ফকিরাবাদ (নাটমুরাপাড়া) কা’ব বিন মালেক (রা.) আল-ইসলামিয়া মাদ্রাসার পরিচালক (মুহতমিম) পরিবর্তন করা হয়েছে। মাও. আতাউল্লাহ বিন ফকিরকে নতুন পরিচালক (মুহতমিম) হিসাবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর বিকালে মাদ্রাসার অফিস কক্ষে অনুষ্টিত কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মাও. আতাউল্লাহ বিন ফকিরকে নতুন পরিচালক (মুহতমিম) হিসাবে মনোনীত করা হয়। এতে সভাপতিত্ব করেন কার্যকরী কমিটির সভাপতি আলহাজ্ব ছালেহ আহমদ। কমিটির সদস্য ক্বারী মাও. ফরিদুল আলম, রেজাউল করিম মেম্বার, হাফেজ জামাল উদ্দিন, মাও. শাকের আহমদ, হাজী মোবারক, মীর কাসেম, আবুল কালাম আলম, মাও. কলিমুল্লাহ, মাহবুবুর রহমান, মাও. মোহাম্মদ ফেরদাউস, হাফেজ মুহাম্মদ কাশেম, বিদায়ী পরিচালক (মুহতমিম) মাও. তারেক বিন ফকির, সহকারী পরিচালক (নায়েবে মুহতমিম) মাও. হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন। বৈঠকে বিভিন্ন কারণে পরিচালক (মুহতমিম) মাও. তারেক বিন ফকিরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁর ছোট ভাই একই মাদ্রাসায় কর্মরত মাও. আতাউল্লাহ বিন ফকিরকে নতুন পরিচালক (মুহতমিম) হিসাবে মনোনীত করা হয়। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া বৈঠকে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে পর্যালোচনা, ৩ সদস্য বিশিষ্ট অডিট কমিটি গঠন, ব্যাংক একাউন্টে সিগনেটরী পরিবর্তনসহ মাদ্রাসার সার্বিক উন্নয়নে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।