ফেসবুক কর্ণার:
বিচের দীর্ঘদিনের পুঞ্জিভূত বিশৃঙ্খলা নিয়ে কাজ করার সময় অনেকেই বাধা হয়ে দাঁড়িয়েছিল, অনেকেই হতাশার কথা বলেছিল, অনেকেই কি লাভ তোমার এই বলে নিরুৎসাহিত করেছিল, বলেছেন এত বাধায় কাজ করতে পারবেন না। সবাইকে হতাশ করে ঠিকই আমরা অনেকটাই সফলতার পথে। কক্সবাজার বিচ এখন আগের তুলনায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন , কিটকট চেয়ারের আশপাশ অনেকটাই হকারমুক্ত, ভিক্ষুক নেই বললেই চলে, কিটকট চেয়ারগুলোর জন্য সমুদ্র দেখা দায় বলে প্রথম আলোতে নিউজ হয়েছিল, সেই চেয়ারের মালিকদের সিন্ডিকেট গুড়িয়ে দিয়ে শত বাধাকে ডিঙিয়ে ঠিকই এখন কিটকট চেয়ার একটা শৃঙ্খলায় এসেছে। ফটোগ্রাফাররা ঠিকই এখন ট্যুরিস্টদের সমীহ করে চলে। হোটেলমোটেল জোনে এখন ট্যুরিস্ট হয়রানি বা প্রতারণা করার আগে চৌদ্দবার চিন্তা করে। এটাই আমাদের সাফল্য। এটাই আমাদের ভাললাগা। এখন আর সিজন অফ সিজন নেই। সারাবছরই ট্যুরিস্টদের সমাগম থাকে কক্সবাজারে। তবে হতাশ হই মাঝেমধ্যে যখন দায়িত্বশীল কারো কাছ থেকে শুনি “এত ভাল করে কি হবে”। আমরা দমে যাব না, যতদিন সুযোগ থাকে কাজ করে যাব আমরা। সামনে একটি বড় প্রজেক্ট। অটোচালকদের শৃঙ্খলায় আনা, ইনশাল্লাহ সবার সহযোগিতায় সেটাও সফল হবে। কারণ আমরা অন্যের কাজ বলে নিজেরা এড়িয়ে যাইনা। পর্যটকদের নিরাপত্তা ও সেবায়ই আমাদের মূলমন্ত্র।

Rezaul Karim অতিরিক্ত পুলিশ সুপার
ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন।