কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায়
২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি), মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার।

এতে, উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় ১ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে এসএসসিতে মোট পরীক্ষার্থী ১ হাজার ৩৭২জন, দাখিল পরীক্ষার্থী ৩৪০ জন, ভোকেশনাল ২৮ জন পরীক্ষার্থী অংশ নেবে বলে সংশ্লিষ্ট কেন্দ্র সূত্রে জানা যায়।

এদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ৫টি কেন্দ্রে এ পরীক্ষা গ্রহণ করা হবে এর মধ্যে কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২৬২ জন। ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬৬৩ জন এবং কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪৪৭ জন। অন্যদিকে বড়ঘোপ ফাযিল মাদ্রাসা কেন্দ্রে অংশ নিবে ৩৪০ পরীক্ষার্থীর। আল ফারুক দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ২৮ জন ।

কুতুবদিয়া উপজেলা মাধ্যমিক
শিক্ষা অফিসার মোঃ রজব আলী বলেন, এসএসসি পরীক্ষা গ্রহণে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্র নিরাপত্তায় সার্বক্ষনিক পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন এবং প্রতিটি কেন্দ্র থাকবে মেডিকেল টিম। অতীতের ন্যায় এবারও পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নকলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে বলেও তিনি নিশ্চিত করেন।