দেলওয়ার হোসাইন, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় মুমূর্ষু অবস্থায় প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করেছে স্বজনরা। মুমূর্ষু তুহিন আক্তার(২৫) উপজেলার শিলখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর দক্ষিণ জুম এলাকার প্রবাসী নুরুচ্ছাফার স্ত্রী। আহত তুহিন আক্তারের পিতা মোহাম্মদ আলী জানান স্থানীয় ইউপি সদস্য জাফর আহমদের সহযোগিতায় তার মেয়েকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
আহত তুহিনের মা জান্নাতুল ফেরদৌস জানান,একই এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র শাহাব উদ্দিন (৪০) মোজাহের মিয়া (৪৫) তার ছেলে মিনার (২২) সহ অজ্ঞাত আরও ৩/৫জন আমার মেয়েকে অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক আহত করে ফেলে চলে যায়। তারা আমার মেয়ে বসতবাড়ী থেকে উচ্ছেদ করার জন্য পরিকল্পিত হামলা চালায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।