প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরে রাস্তা-ঘাট দ্রুত সংস্কার, শহরে যত্রতত্র বিভিন্ন পরিবহনের বাস অনুপ্রবেশ, সড়ক দখল করে বাস পার্কিং, যত্রতত্রে গড়ে উঠা বাস কাউন্টার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান দখল করে অবৈধভাবে গড়ে উঠা সিএনজি স্টেশন অপসারণ করে সড়কগুলোতে যানজটমুক্ত করার দাবীতে জেলার দাবি আদায়ে বৃহৎ সামাজিক সংগঠন আমরা কক্সবাজারবাসী ও কক্সবাজার সোসাইটির উদ্যোগে মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সাড়ে ১০টার সময় কোর্ট বিল্ডিং চত্তরে আমরা ককসবাজারবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক মো.মুজিবুল হক এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দ্রুত রাস্তা -ঘাট সংস্কার, কক্সবাজার শহরের ভেতর থেকে বাস কাউন্টার অপসারণ, যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করা,অবৈধ সি এন জি স্ট্যান্ড বন্ধ করা এবং প্রশাসন একাডেমির নামে ৭০০ একর লিজ বাতিল করার জোর দাবি জানান। উক্ত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, আমরা ককসবাজারবাসীর সহ-সভাপতি যথাক্রমে সাংবাদিক কামাল উদ্দিন রহমান পেয়ারো, অপরাজেয় বাংলা কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নুরুল আজিম কনক, আমরা ককসবাজারবাসীর সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দীন, আমরা ককসবাজারবাসীর সহ-সভাপতি ফরিদুল আলম হেলালী,আমরা কক্সবাজারবাসীর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মহসিন শেখ, আমরা ককসবাজারবাসীর প্রেসিডিয়াম মেম্বার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার কাগজ এর সহ সম্পাদক সাংবাদিক আক্তার হোছাইন কুতুবী, আমরা ককসবাজারবাসী কক্সবাজার শহর শাখার সহ -সভাপতি সাংবাদিক শহিদুল্লাহ মেম্বার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন, কক্সবাজার সোসাইটির সহ সাধারণ সম্পাদক সাংবাদিক কল্লোল দে চৌধুরী, বিশিষ্ট গবেষক সি.ই.এইচ.আর.ডি.এফ এর প্রধান নির্বাহী ইলিয়াছ মিয়া, আমরা ককসবাজারবাসী কক্সবাজার শহর শাখার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, শহর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল রিফাত, সহ সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, আমরা ককসবাজারবাসী কক্সবাজার সদর উপজেলা নেতা সাহাব উদ্দিন প্রমূখ। উক্ত মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন আমরা ককসবাজারবাসীর সহ -সভাপতি সাংবাদিক এম আর খোকন, বিশিষ্ট সমাজ সেবক মুর্শেদুল ইসলাম আজাদ,বিশিষ্ট কলামিস্ট বদরুল ইসলাম বাদল,চিত্র শিল্পী সিরাজুল ইসলাম, আমরা ককসবাজারবাসীর সহ সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, যুবনেতা আরমান হোসেন, কক্সবাজার শহর শাখার সভাপতি সফিনা আজিম, সাংগঠনিক সম্পাদক মো.ফারুখ,যুবনেতা আব্দুর রহিম বাবুল,মো.রাসেল,আমরা কক্সবাজারবাসীর মহিলা বিষয়ক সম্পাদিকা মা টিন টিন,সহ মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা সুলতানা রুমা সহ প্রমূখ নেতৃবৃন্দ।