এম.মনছুর আলম,চকরিয়া :
স্বাধীনতার ৫০ বছর পর দেশে প্রথমবারের মতো পালিত হয়েছে জাতীয় সংবিধান দিবস। এরই আলোকে সারাদেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনও পালন করেছে জাতীয় সংবিধান দিবস। দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) সকালে চকরিয়া উপজেলা চত্বর থেকে জাতীয় সংবিধান দিবসের র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের হলরুম মোহনা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ানের সভাপতিত্বে ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষক আনছারুল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: ফারহান তাজিম, মধ্য চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার প্রমুখ।
উল্লেখ্য, স্বাধীনতার ৫০ বছর পর দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় সংবিধান দিবস। ১৯৭২ সালে ৪ নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধান গণপরিষদে সংবিধান গৃহীত হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এবং প্রধানমস্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।##
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।