আনোয়ার হোছাইন, ঈদগাঁও:

কক্সবাজারের ঈদগাঁও থেকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে শাহজান নামের এক ব্যাবসায়ীকে তুলে নেয়ার ঘটনায় তার সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের ব্যাবসায়ী সমাজ।
৪ নভেম্বর (শুক্রবার) বিকাল সাড়ে ৪ টার দিকে মহাসড়কস্থ ঈদগাঁও বাসস্টেশনে অনুষ্ঠিত হয়। ঘটনার শিকার সেইফ ইসলামীয়া শফিং কমপ্লেক্সের ব্যাবসায়ী ও সর্বস্তরের লোকজনের উপস্থিততে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে নিখোঁজ শাহজানের মুক্তির দাবিতে বক্তব্য রাখেন, বোয়ালখালী সমাজ কল্যাণ পরিষদ সভাপতি তফসিরুল আলম, সেইফ ইসলামীয়া শপিং কমপ্লেক্স ব্যাবসায়ী জমির উদ্দিন সওদাগর,নিখোঁজ শাহাজানের প্রবাসী চাচা ইলিয়াস, বড় ভাই আবদুর রহিম ও চাচাত ভাই বেলাল। তারা বলেন,শাহজান যদি কোন অপরাধে জড়িত থাকে, তাকে যেন অবিলম্বে আাদালতে সোপর্দ করা হয়। তুলে নেয়ার পর ১০ দিন অতিবাহিত হলেও এখনো তার কোন সন্ধান না পাওয়ায় সে মৃত, না জীবিত এ নিয়ে উদ্বেগ-আতংকে তার বৃদ্ধ বাবা-মা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে।অপরদিকে স্ত্রী তার স্বামী ও দুই শিশুকন্যা পিতার পথ চেয়ে চোখের জলে বুক ভাসাচ্ছে।
উল্লেখ্য, বিগত ২৫ অক্টোবর সন্ধ্যায় ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাসস্টেশনস্থ সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স এর তাবাচ্ছুম টেলিকম এর স্বত্বাধিকারী শাহজান, পিতা- আবদুল হাকিম, সাং- পূর্ব ইছাখালী,পোকখালীকে তার ব্যাবসা প্রতিষ্ঠান থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেয়ার পর অদ্যাবধি তার কোন সন্ধান মিলেনি।