সংবাদ বিজ্ঞপ্তি

দন্ত স্বাস্থ্য সেবায় বিগত ২২ বছর যাবত নিরলস সেবা প্রদানকারী বিশেষায়িত প্রতিষ্ঠান সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের ডাক্তার শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রত্নগর্ভা রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মুখ ও স্বাস্থ্য সেবা প্রদান করেন।

চিকিৎসক প্রতিনিধি দলটি বুধবার (৯ নভেম্বর) কক্সবাজারস্থ ঈদগাহ মাচুয়াখালি এলাকার রত্নগর্ভা রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী মুখ ও দন্তরোগ বিষয়ক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করেন।

স্কুলের প্রায় চার শতাধিক শিক্ষার্থী শিক্ষক-শিক্ষিকা এই কার্যক্রমের আওতায় বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের মাধ্যমে দন্ত রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা সুযোগ পায়।

সেবা প্রধানকারী ডেন্টাল কলেজ হাসপাতালটি উত্তরা ঢাকার একটি বেসরকারী ডেন্টাল কলেজ ও হাসপাতাল। এই প্রতিষ্ঠান হতে আগত ৭৪ জন শিক্ষার্থী ও নয়জন বিশেষজ্ঞ ডাক্তারদের এই দলটির নেতৃত্বে ছিলেন অধ্যাপক ডাক্তার মোঃ তৌফিক হোসেন চৌধুরী।

এই বিষয়ে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, “অলাভজনক স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতাল বিগত পাঁচ বছর ধরে কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে এরকম ডেন্টাল ক্যাম্প ও ওরাল হেলথ সার্ভে কার্যক্রম পরিচালনা করে আসছে। যা অত্র এলাকার স্কুলগামী বাচ্চাদের দন্ত রোগ
কমিয়ে আনার ব্যাপারে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। পাশাপাশি এতে আমাদের ভবিষ্যত ডাক্তারদের মাঝে জনসেবামূলক মনোভাব গড়ে উঠবে। এভাবে পুরো দেশে আমাদের সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন অধ্যাপক ডাঃ মোঃ তৌফিক হোসেন চৌধুরী।

সাথে আরো ছিলেন, সহকারী অধ্যাপক ডাঃ সুজন কান্তি নাথ, সহকারী অধ্যাপক ডাঃ আশেক এলাহী নুর, ডাঃ ক্রোপা পিনা পোদ্দার, ডাঃ খালিদ হাসান পাশা, ডাঃ ওমর শরীফ, ডাঃ গোলাম শাইন আসলাম, ডাঃ সুভানা ইসলাম
ও ডাঃ শিরিন শিলা।

উল্ল্যেখ্য, কক্সবাজারের জনপ্রিয় সাবেক এমপি মরহুম এড. খালেকুজ্জামান ও সাবেক এমপি ইন্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান এর মহিয়সী মা রিজিয়া আহমেদের নামে ইদগাহ মাছুয়াখালীতে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় ‘রত্মগর্ভা রিজিয়া আহমেদ’ মাধ্যমিক বিদ্যালয়টি।