নিজস্ব প্রতিবেদক:
দুইদিন ব্যাপী জেন্ডার রেসপন্সিভ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন’র উদ্যোগে ও জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়েচে ভেলে একাডেমীর সহযোগীতায় এই কর্মশালা হয়। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকালে হোটেল সী গালে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু—দ্দৌজা ও কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, ইউএন উইমেনের হেড অব সাব অফিস সিলিয়া রাজেন্দ্রার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সাংবাদিকতা একটি সংবেদনশীল পেশা। কেবল জেন্ডার—সংবেদনশীল নয়, প্রতিটি প্রতিবেদন তৈরি করার ক্ষেত্রেই সংবেদনশীলতার বিষয়গুলো বিবেচনা করা উচিত।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউএন উইমেনের কমিউনিকেশন অফিসার মাহমুদুল করিম।
পরে কর্মশালায় অংশ নেওয়া বিভিন্ন গণমাধ্যমের ২০ জন সাংবাদিকদের সনদ এবং ক্রেস্ট প্রদান করা হয়।
গত ৯ নভেম্বর জেন্ডার রেসপন্সিভ সাংবাদিকতা বিষয়ক এই কর্মশালা শুরু হয়। দুই দিনের কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ডয়েচে ভেলের কক্সবাজারের প্রকল্প ব্যবস্থাপক প্রশিক্ষক মাইনুল ইসলাম খান ও ডয়েচে ভেলের কক্সবাজারের কো—প্রজেক্ট ম্যানেজার প্রশিক্ষক মাফিয়া মুক্তা। এতে গণমাধ্যমে নারী—পুরুষের ভারসাম্য রক্ষা, সংবাদে নারীকে সংবেদনশীলভাবে উপস্থাপন, নারীর প্রতি সহিংসতা বিষয়ক প্রতিবেদনে সংবেদনশীল শব্দ ব্যবহার ও নির্ভরযোগ্য তথ্যের উৎস সম্পর্কে সাংবাদিকদের সাম্যক ধারণা দেওয়া হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।