নিজস্ব প্রতিবেদক:

গতকাল সোমবার ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস। দেশের অন্যান্য স্থানের মত কক্সবাজারেও দিবসটি পালিত হয়েছে। প্রতি বছর ১৪ নভেম্বর সারা বিশ্বে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির জন্য দিনটি বিশ্ব ডায়াবেটিস দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। এবারে বিশ^ ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন।” বিগত কয়েক বছর ধরে এ দিবসটি জাতিসংঘ দিবস হিসাবে পালিত হচ্ছে।

প্রতি বছরের ন্যায় গতকাল কক্সবাজার ডায়াবেটিক সমিতি যথাযথভাবে দিবসটি পালন উপলক্ষে সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হাসপাতালে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। উক্ত ক্যাম্পে প্রায় ৪০০ রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ফ্রি চিকিৎসা সেবায় ডায়াবেটিক হাসপাতালের জ্যেষ্ট মেডিকেল অফিসার ডাঃ এম নকরেক, ডাঃ মোহাম্মদ মুসা, ডাঃ আই ই রোমানা আফরোজ বানু ও ডাঃ মুফিজুল ইসলাম তালুকদার অংশ গ্রহণ করেন। দেশের বেশ কয়েকটি ঔষধ কোম্পানীও এতে অংশ গ্রহণ করেন তাদের উৎপাদিত ঔষধ নিয়ে। চিকিৎসা সেবা ছাড়াও সকাল ১০ টায় এক র‌্যালি বের করা হয়।

দিবসের এসব কর্মসুচিতে কক্সবাজার ডায়াবেটিক সমিতির কর্মকর্তাগণ যথাক্রমে সহ সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, সদস্য আবু তাহের চৌধুরী, ওমর সুলতান, আবু জাফর সিদ্দিকী. মো নুরুল কবির ও সিরাজুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।