সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার বাজারঘাটাস্থ ইসলামী ব্যাংক সংলগ্ন M/S. Didar & Brother’s (General Macent Commission Agent & Order Suppliers) এর সেল্স ম্যান মোঃ কাইছার উদ্দিন (২৭) নিখোঁজ রয়েছে।
গত ১৬ নভেম্বর রাত ৮ টায় অফিস থেকে বাড়ী ফেরার উদ্দেশ্যে বের হয়ে ফেরেনি।
সম্ভাব্য সকল জায়গায় অনেক খোঁজাখুঁজি করার পরও তার কোন সন্ধান মেলেনি।
মোঃ কাইছার উদ্দিন সদরের খুরুশকুল ৮নং ওয়ার্ডের কোনার পাড়ার আব্দুল মোতালবের ছেলে।
তার উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি, গায়ের রং- শ্যামলা, মাথার চুল- কালো, মাঝারী সাইজের, দাড়ি- গুছি দাড়ি, পরনে – নিল কালার গেঞ্জি কালো প্যান্ট, ব্যবহারের ফোন নাম্বার- ০১৮৪৩-৫৯৯৭৪৪।
এ ব্যাপারে ১৭ নভেম্বর সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরী করা হয়েছে। যার নং-১১০৫/২২ ইং।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।