হ্যাপী করিম, (মহেশখালী) প্রতিনিধি:
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতির জনক বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর মহেশখালী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন প্রবীন প্রয়াত আওয়ামিলীগ নেতাদের কবর জিয়ারত ও আওয়ামী লীগের কার্যালয়ে নবনির্বাচিত মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী ও সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সেই সঙ্গে তাদের অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা বিনিময়।
১৮ নভেম্বর শুক্রবার, জুমার নামাজ শেষে কালামারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ওসমান গনি ওসমান গণী, কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সাংসদ মরহুম ইসহাক মিয়ার ও মহেশখালী উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা মরহুম এড. রফিক উল্লাহ,র কবর জিয়ারত করেন নবনির্বাচিত মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ।
আওয়ামী লীগের কার্যালয়ে নব নির্বাচিতদের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন, কক্সবাজার-২, মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, মহেশখালী পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, নবনির্বাচিত মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাজেদুল করিম, বজ্র গোপাল ঘোষ, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক এম নাছির উদ্দিন, প্রভাষক এহেছানুল করিম, মহেশখালী উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্র লীগ’সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক বিন ওসমান শরীফ বলেন বিগত সময়ে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, আগামীতে তা অব্যাহত রাখতে আস্থার সহিত কাজ করে যাব ইনশাআল্লাহ। নতুন নেতাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারানোর ক্ষমতা কারও নেই, তাই সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করে গড়ে তোলা হবে আগামীতে। অতীতে বিএনপি-জামায়াত বিরোধী আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।