নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তরুন সমাজ সেবক শাহেদ আলী। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে তাঁর পক্ষে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন এবং দলীয় নেতাকর্মীরা উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহাদত হোসেনের কাছে এই মনোনয়পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও লাইট হাউস উত্তর পাড়া সমাজ কমিটির সভাপতি সেলিম নেওয়াজ, সহ-সভাপতি ফরিদুল আলম, প্রবীণ মুরব্বী হাজী অলি আহমদ, মোহাম্মদ আলী, ফাতেরঘোনা সমাজ কমিটির সভাপতি কাশেম খলিফা, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাসু, লাইট হাউস ইউনিট আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আলম, সৈকত পাড়া ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী এবং এলাকার শতাধিক মুরব্বী। উল্লেখ্য, শাহেদ আলী দীর্ঘদিন ধরে ১২নং ওয়ার্ডের মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করে আসছেন। শুধু তাই নয়, বৈশ্বিক মহামারী করোনার সময় এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌঁছে দেয়ার পাশাপাশি সব ধরণের সুযোগ সুবিধা নিয়ে এলাকার সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন নিজেকে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।