প্রেস বিজ্ঞপ্তি:
রামু পশ্চিম রাজারকুল আশরাফিয়া মুঈনুল ইসলাম মাদ্রাসা ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হযরত মরিয়ম আ. বালিকা হিফজ মাদ্রাসা ও এতিমখানায় হিফজুল কুরআনের সবক প্রদান ও কৃতি ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ফেনী ছাগলনাইয়া মাদ্রাসার মুহাদ্দিস, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাফেজ জুনাইদ। তিনি ৮ জন শিক্ষার্থীকে হিফজুল কুরআনের প্রথম সবক প্রদান করেন। এ পবিত্র মজলিসে তিনি বলেন, নবপ্রজন্মের মেয়েদেরকে কুরআন-সুন্নাহর শিক্ষাধারায় আলোকিত করতে পারলে সমাজের প্রতিটি পরিবার আলোকিত হয়ে উঠবে, তৈরী হবে অনৈতিকতামুক্ত আলোকিত জনগোষ্ঠী। তাই নবপ্রতিষ্ঠিত এ বালিকা হিফজখানা এতদঞ্চলের জন্য আল্লাহর বিশেষ রহমত। কুরআনুল কারীমের এ শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিক শিক্ষাক্রমের ফলশ্রুতিতে এ ক্যাম্পাসে একটি স্বতন্ত্র কওমী মহিলা মাদ্রাসাও প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কুরআন-সুন্নাহর এ শিক্ষাধারাকে তরান্বিত করার লক্ষ্যে একনিষ্ঠ সহযোগী হওয়া মু’মিনদের আমাদের ঈমানী কর্তব্য।

সোমবার (২১ নভেম্বর) বাদ যোহর মাদ্রাসার মুহতামিম মাওলানা আরিফুল করিম শফির সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দ্বীন শিক্ষাব্রতী আলেমেদ্বীন মাওলানা আতাউল্লাহ। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার হার্ভাড কলেজের ইংরেজি লেকচারার, পিএমখালী উম্মে সালমা র. মহিলা হিফজ মাদ্রাসার পরিচালক রহুল আমিন, রাজারকুল পশ্চিম সিকদার পাড়া আসমা ছিদ্দিকা র. মাদ্রাসার পরিচালক মাওলানা যায়নুল আবেদীন, রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, রাজারকুল ইউপি সদস্য এরশাদুল্লাহ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার মাদ্রাসা জামিয়াতুল আবরার’র পরিচালক মাওলানা আতাউল করীম শফি, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা কবির আহমদ, সমাজহিতৈষী মুহাম্মদ আসেম, উমখালী গণি সওদাগর পাড়া হাফেজিয়া তাজবিদুল কুরআন মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা নুরুল ইসলাম রাহী, রাজারকুল পাঞ্জেগানা মোহাম্মদিয়া হিফজখানার পরিচালক মাওলানা হাফেজ ইয়াকুব, তরুণ আলেমেদ্বীন মাওলানা মীম জুহাইদসহ বিশিষ্ট ওলামায়েকেরাম, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

প্রবীণ আলেমেদ্বীন মাওলানা হাফেজ জুনাইদের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।