সিবিএন ডেস্ক:
আজ আন্তর্জাতিক স্বেচ্ছসেবক দিবস। জাতিসঙ্ঘ প্রতিবছর ৫ ডিসেম্বরকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হিসেবে ঘোষণা করেছে। ইপসা, ইয়েস বাংলাদেশ ও স্বপ্নজালের সহযোগিতার বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ কক্সবাজারে ও যুব সেস্বাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে দিবসটি উৎযাপন করেছে যুব সংগঠন প্রতিনিধিদের ফোরাম কক্সবাজার ইয়ুথ ফোরাম।
এতে কক্সবাজার ইয়ুথ ফোরামের কোর্ডিনেটর শাকির আলমের সভাপতিত্বে এবং ইয়েস বাংলাদেশের নির্বাহী পরিচালক তারেকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লে. কর্ণেল ফোরকান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোকাদ্দেস আলী।
এসময় পথ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য সেবা, জলবায়ু, মাদক, বাল্য বিবাহ, যুব প্রশিক্ষণ, নারী উদ্দেক্তা সৃষ্টি ও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় স্বপ্নজাল, ইয়েস বাংলাদেশ, অনির্বাণ কক্সবাজার, ক্লাইমেট ক্লাব,ফুটন্ত কিশোর ক্লাব,ডিলাইট হলিডে ফাউন্ডেশন, হেল্প দ্যা পিপল বাংলাদেশ, প্লাস্টিক ব্যাংক বাংলাদেশ ও দিবা অরগানাইজেশানসহ মোট ৯ টি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিনিধিদের কে সম্মাননা প্রদান করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।