মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
মুখে প্রচন্ড আঘাতের চিহ্ন। কয়েকদিন আগের রক্তাক্ত শরীর নিয়ে মাঠে-ময়দানে ঘুরে বেড়াচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। মুখের অর্ধাংশ রক্তে ডুবে তা আবার শুকিয়ে গেছে। এমনই অবস্থায় বুূধবার সকালে মহাসড়ক কিনারায় সাক্ষাৎ মিলে চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার মানবিক পুলিশ নামে খ্যাত টিপু রায়ের সাথে।
জানতে চাইলে উপপরিদর্শক টিপু এ বিষয়ে বলেন, মোবাইল ডিউটি পার্টির সাথে ডুলাহাজারা বাজারের দিকে যাচ্ছিলাম। থানার দক্ষিন পাশে দেখি ব্রীজের উপর মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি বসে আছেন। যার বয়স আনুমানিক ৩০ এর কাছাকাছি। পাশে গিয়ে দেখি তার মাথা ও মুখে প্রচুর রক্তক্ষরন হচ্ছিল। তা শুকিয়ে গিয়ে মুখের সাথে লেগে আছে। আমার মনে হয় কয়েকদিন আগে কোন মানুষ রুপি জানোয়ার এ ভারসাম্যহীন মানুষটিকে লোহার বস্তু দিয়ে উপুর্যুপরি আঘাত করেছে। এমতাবস্থায় হাসপাতালে যাবে কিনা বুঝানোর চেষ্টা করলে, সেও সম্মতি ইশারা দেয়। লোকটিকে তাৎক্ষণিক স্থানীয় বঙ্গবন্ধু সাফারি পার্ক সংলগ্ন এএমএইচ প্রাইভেট হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করাই। হাসপাতালে চিকিৎসা শেষে হোটেলে নিয়ে ভাত খেতে দেই। তবে অনেক চেষ্টা করেও তার কোনপ্রকার পরিচয় বা নাম-ঠিকানা জানতে পারিনি।
এএমএইচ হাসপাতালের তত্বাবধায়ক মাষ্টার সরোয়ার আলম জানান, মানসিক ভারসাম্যহীন লোকটির প্রতি আমরা যথেষ্ট সদয় মনোভাব পোষণ করেছি। সারাদিন হাসপাতালের কেবিনে রেখে তাকে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। পুলিশ ভাইয়ের কাছ থেকে আমরা শুধু ঔষধের দাম আর ডাক্তারের ফি নিয়েছি মাত্র। কেবিনের কোনপ্রকার ভাড়া ও অন্যান্য কোন চার্জ নেয়া হয়নি। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ড্রেসিং শেষে রোগীর চোখের উপর দুই জায়গায় ৭ টির অধিক সেলাই করা হয়। সর্বশেষ ব্যবস্থাপত্র ও আঘাত দ্রুত সেরে উঠতে প্রয়োজনীয় ঔষধপত্র দেয়া হয়েছে।
এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ সাফায়েত হোছাইন বলেন, পুলিশ জনগণের বন্ধু। সরকারী সম্পদ ও জনগণের জানমাল রক্ষায় নিরাপত্তা প্রদান পুলিশের কর্তব্য। থানার সেকন্ড অফিসার টিপু রায় একজন উদার মনের মানুষ। তার জীবনে আরো অহরহ এরকম দৃষ্টান্ত রয়েছে। মানসিক ভারসাম্যহীন নারী-পুরুষ ও অসহায়ের পাশে দাঁড়ানো তার রীতিমতো অভ্যাসে পরিনত হয়েছে। এই মানবতা আর কর্তব্যবোধ টিপুর জীবন অনেকদূর এগিয়ে যাবে বলে আমি আশা করি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।