এম বশির উল্লাহ, মহেশখালী :

“ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এ প্রতিপাদ্যে কক্সবাজারের মহেশখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও আলোচনা সভা। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে মানবন্ধন।

পরে উপজেলা প্রশাসনের মিলনায়তনে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

উপজেলা নিবার্হী অফিসার মোঃ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ ফিরোজ খান, প্রধান শিক্ষক শাহ আলম, শিক্ষা অফিসার বভরনজন দে, মহেশখালী কলেজের অধ্যক্ষ আহমদ কবির,মুক্তিযুদ্ধা ওসমান গনি,অধ্যাপক আশিষ চক্রবতী সহ অনেকেই।
সকালে উপজেলার বেশ কয়েকটিএনজিও সংস্থা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যৌথ আয়োজনে একটি দূর্নীতি বিরোধী র‍্যালী উপজেলার বিভিন্ন স্থান পরির্দশন করেন।
র‍্যালীতে স্কুল ছাত্র সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন।