মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বিশেষ চাহিদা সম্পন শিশুদের শিক্ষায় পরিচালিত প্রতিষ্ঠান কক্সবাজার শহরের নিউ সার্কিট হাউস সড়কে অবস্থিত অরুণোদয় পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান।
মঙ্গলবার ১৩ ডিসেম্বর ডিসি মুহাম্মদ শাহীন অরুণোদয় এ পৌঁছালে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজালাল সহ অন্যান্য শিক্ষকেরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। জেলা প্রশাসক ও অরুণোদয় এর সভাপতি মুহাম্মদ শাহীন ইমরান বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অরুণোদয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন।
এরপর তিনি অরুণোদয় এর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন। অরুণদয় এর সার্বিক কার্যক্রম দেখে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান সন্তোষ প্রকাশ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অরুণোদয় এর পরিচালক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে মোঃ আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ প্রমুখ।
প্রসঙ্গত, জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান কক্সবাজারে দ্বায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম অরুণোদয় পরিদর্শন করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।