অনলাইন ডেস্ক: টেকনাফের নয়াপাড়া রেজি. ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে দেশীয় লম্বা বন্দুকসহ সন্ত্রাসী খালেক গ্রুপের দুই ডাকাতকে আটক এবং গত ৪ দিন ধরে অপহরণের শিকার হওয়া রোহিঙ্গা ভিকটিমকে উদ্ধার করেছেন।
সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে নয়াপাড়া ক্যাম্পের ১৬ এপিবিএন এএসপি মো. তারেক সেকান্দারের নেতৃত্বে একটি দল আই ব্লকে ডাকাত খালেক গ্রুপের ৭-৮ জনের একটি দল ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে অভিযানে যায়। এ সময় ১টি একনলা বন্দুক ও ২টি স্টিলের চাকুসহ পশ্চিম লেদার কাদের হোছন প্রকাশ বেলা কাদেরের ছেলে সন্ত্রাসী মো. নুর এবং মালেয়শিয়া প্রবাসী রোহিঙ্গা রফিকের ছেলে মো. জোবায়েরকে আটক করে। দীর্ঘদিন ধরে তারা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি ও আইনশৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

অপরদিকে, সকাল সাড়ে ১০টার দিকে একই ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্যরা রোহিঙ্গা যুবক অপহরণের খবর পেয়ে নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে দুবৃর্ত্তদের হাতে অপহৃত ই-ব্লকের ৯৪৩নং শেডের ৪-৫নং রোমের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে আব্দুল নবীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করেন। এরপর তাকে সংশ্লিষ্ট মাঝির মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, তাকে গত ৩০ অক্টোবর দুবৃর্ত্তরা অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়।

এ ব্যাপারে কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক জানান, অস্ত্র ও চাকুসহ আটক ডাকাত খালেক গ্রুপের সদস্যদের সংশ্লিষ্ট মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করে অপহৃত ভিকটিমকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে।