সোয়েব সাঈদ, রামু :
রামুতে ২ হাজার ইয়াবাসহ মোঃ ইকবাল নামে এক মেম্বার প্রার্থী আটক হয়েছেন। শুক্রবার দুপুরে রামুর মরিচ্যা বিজিবি চেক পোষ্টে তল্লাশী করে তাকে এসব ইয়াবা আটক করা হয়।
জানা গেছে, আটক মো. ইকবাল আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছিলেন।
রামু থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ইয়াবাসহ ইকবালকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।