রাশেদুল ইসলাম:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে কক্সবাজারে ৫০ তম জাতীয় সমবায় দিবস ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে৷
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল বলেন, দেশের উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা অনস্বীকার্য।
তিনি আরো বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম।
শনিবার (৬ নভেম্বর) দৌলত ময়দানে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহিমানের সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়
এসময় জেলা সমবায় অফিসার মোঃ জহির আব্বাস বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ করা। তিনি দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যন্নোয়নে গণমুখী সমবায় আন্দোলনের স্বপ্ন দেখেছিলেন।
উক্ত সভায় অন্যন্যদের মধ্যে সদর সমবায় অফিসার রমিজ উদ্দীন, বাইতুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এস এম সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় তাঁতীলীগ নেত্রী সাধনা দাশ গুপ্তা, জেলা মৎস্য জীবীলীগের নেতা আবু তৈয়ব, নারী সংগঠক ফাতেমা ডেজী, জেলার সমবায় অফিসের সংশ্লিষ্টগণসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন৷
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।