কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় উত্তর ধুরুং এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে থানার পুলিশ ।
নিহত গৃহবধু সুমি আক্তার (২৫) তার স্বামীর নাম হেফাজ উদ্দিন। নিহতের বাড়ি উত্তর ধূরুং ইউনিয়নের ছাদের ঘোনা গ্রামে।
কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া উদ্দীন ও নাছির উদ্দীন জানান, ওই দম্পতি উত্তর ধূরুং ইউনিয়নের ছাদের ঘোনা এলাকার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। আত্মহত্যার খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে ওই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে। রাতের কোনো এক সময় তিনি ঘরের আড়কাঠের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
তারা আরও জানান, সাংসারিক অভাব অনটন ও বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় তার। এরই পরিপ্রেক্ষিতে মনোমালিন্যের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।