প্রেস বিজ্ঞপ্তি :
চকরিয়া পৌরসভা বিএনপি সাবেক ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা, চকরিয়া উপজেলা এডভোকেট এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তাফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না।
এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এডভোকেট সিরাজুল মোস্তাফা একজন জাতীয়তাবাদী রাজনীতির অগ্র সৈনিক ছিলেন। বিএনপি, যুবদল ও ছাত্রদলের জন্য তার অনেক ত্যাগ রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি একজন সজ্জন, অমায়িক ও বন্ধুবৎসল মানুষ। তার মৃত্যুতে বিরাট শূন্যতা তৈরি হয়েছে। আমরা তার মৃত্যুতে শোকাহত।
বিবৃতিতে নেতৃবৃন্দ এডভোকেট সিরাজুল মোস্তাফার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনক জ্ঞাপন করেন।
উল্লেখ্য, এডভোকেট সিরাজুল মোস্তাফার শনিবার রাত ৩ টায় চকরিয়া পৌরসভাস্থ নিজ বাসভবনে আকষ্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। তিনি স্ত্রী,১ ছেলে ১মেয়ে রেখে যান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।