মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বিশিষ্ট সমাজকর্মী, কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ার ছরার বাসিন্দা আলহাজ্ব নুর আহমদ এর ২ দফায় নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
আলহাজ্ব নুর আহমদ এর প্রথম নামাজে জানাজা কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ার ছরা খুরুস্কুল সংযোগ সড়কস্থ মসজিদে সুফিয়া প্রাঙ্গণে রোববার ১৫ জানুয়ারি সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা একইদিন বেলা ২ টায় উখিয়া জালিয়াপালং এর বায়তুশ শরফ মসজিদে সম্পন্ন হয়। উভয় জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার প্রচুর মুসল্লীর সমাগম ঘটে।
দ্বিতীয় জানাজা শেষে জালিয়াপালং এর বায়তুশ শরফ মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুম আলহাজ্ব নুর আহমদ-কে দাফন করা হয়।
প্রসঙ্গত, আলহাজ্ব নুর আহমদ (৮০) রোববার ১৫ জানুয়ারি রাত ১২ টার পর কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ার ছরাস্থ নিজ বাসভবনে গুরতর অসুস্থ হয়ে পড়লে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যান।
আলহাজ্ব নুর আহমদ ছিলেন একজন ধর্মপরায়ন, অমায়িক, সজ্জন ব্যক্তি। কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ার ছরা খুরুস্কুল সংযোগ সড়কস্থ মসজিদে সুফিয়া দীর্ঘ ১৩ বছর আগে প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি মাসজিদের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি এ মসজিদ পরিচালনা কমিটির আমৃত্যু কোষাধ্যক্ষ ছিলেন। এছাড়াও তিনি আরো ধর্মীয় ও বিভিন্ন কল্যানকর প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
আলহাজ্ব নুর আহমদ উখিয়া উপজেলার জালিয়াপালং এর সোনাইছড়ি গ্রামের আদি বাসিন্দা এবং বর্তমানে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর রুমালিয়ার ছরায় বসবাস করতেন। সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি আলহাজ্ব নুর আহমদ এর মৃত্যুর সংবাদে কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ার ছরা ও উখিয়ার সোনাইছড়িতে শোকের ছায়া নেমে আসে।