কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে বসতঘর ও একটি মাদ্রাসা।
এতে মাদ্রাসা মালিকের ৫০ হাজার ও বসতঘর মালিকের ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বৃহস্পতিবার ( ১৯ জানুয়ারি) দিবাগত ৩টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের রুমাই পাড়ায় ৩নম্বর ওয়ার্ড নুরুল কাদেরের মাদ্রাসায় পুড়ে ছাই হয়ে যায়। এর আগে বৃহস্পতিবার বিকাল চারটায় ২নং ওয়ার্ডে চরপাড়ায় আগুনে একটি বসতঘর পুড়ে যায়।

ভুক্তভোগী বসতঘরের মালিক নাছিমা বেগম দৈনিক যায়যায়দিনকে বলেন, হঠাৎ বিকালে আগুনে বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আমার আর কিছুই রইলো না, সব আগুনে শেষ হয়ে গেছে। এতে পরিবারের ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। অন্যদিকে মাদ্রাসা পরিচালক নুরুল কাদের বলেন, চিৎকার শুনে এসে দেখি মাদ্রাসায় আগুন লেগেছে। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী মাদ্রাসার পরিচালকের।

অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান মো: আবুল কালাম, বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু প্রমূখ। এসময় জরুরী সহায়তা হিসেব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রাথমিকভাবে কম্বল,শুকনো খাবার,চাটাই, হাড়িপাতিল প্রদান করেন।

কুতুবদিয়া বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, একই দিনে পৃথকস্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে নুরুল কাদেরের মাদ্রাসা ও শাহআলমের ঘর পুড়ে যায়। তবে, কোথায় থেকে বসতঘর ও মাদ্রাসায়
আগুনের সূত্রপাত এখনো জানা যায় নি।