সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার-টেকনাফ-চকরিয়া-চট্টগ্রাম বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও কক্সবাজার জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালিক সমিতির নেতৃবৃন্দ।
শোক বানীতে নেতৃবৃন্দ বলেন, সভাপতি জহিরুল ইসলাম সিকদার মালিক সমিতির নিবেদিত প্রাণ সভাপতি ছিলেন। তার সাংগঠনিক দক্ষতায় সমিতির অনেক কঠিন সমস্যা সমাধান হয়েছে। অনেক দূর এগিয়েছে পরিবহন জগৎ। এমন একজন যোগ্য নেতৃত্বের মৃত্যুতে পরিবহন সেক্টরে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
যে বা যারা গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচির ডাক দেয়া হবে।
শোক প্রকাশ করে বিবৃতিদাতারা হলেন- সমিতির কার্যকরী সভাপতি এস.এম এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি, শাহনেওয়াজ চৌধুরী, সহ-সভাপতি নুর হোছাইন, নজির হোছন, সাধারণ সম্পাদক নুর মোঃ খুইল্যা মিয়া, সহ-সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী, অর্থ-সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, অফিস ও প্রচার সম্পাদক এহেসান উদ্দীন এবং নির্বাহী সদস্য আবুল কালাম সুমন।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর রাতে সশস্ত্র লিংকরোডে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন শ্রমিক নেতা জহিরুল ইসলাম সিকদার। রবিবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।