কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় বিভিন্ন রাস্তার ছিন্নমুল অসহায় শীতার্ত, দুস্থ পরিবার ও হতদরিদ্র, প্রতিবন্ধী ও উপজেলার বিভিন্ন এতিমখানায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা।

তিনি বলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় শীতার্ত, দুস্থ পরিবার ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। তিনি সমাজের বিত্তবানরা যারা আছেন তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন- একটু এগিয়ে এসে অসহায়-গরিব মানুষেরা শীতের হাতে একটি শীতবস্ত্র তুলে দিই। তাহলে এসব মানুষ শীত থেকে রক্ষা পাবে।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে দরবার এতিমখানায় এতিমশিশুদের কম্বল বিতরণকালে এ কথা বলেন।

এ সময় তার সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান ও বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম উপস্থিত ছিলেন।

উল্লেখ, দূর্যোগ ব্যবস্থাপনা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন রাস্তার ছিন্নমুল অসহায় শীতার্ত, দুস্থ পরিবার ও হতদরিদ্র, প্রতিবন্ধী ও উপজেলার বিভিন্ন এতিমখানা এবং ছয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৩ হাজার ৮’শ ৯০ জনকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।