প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলার সভাপতি জহিরুল ইসলাম সিকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এক শোকবার্তায় তিনি মরহুম জহিরুল ইসলাম সিকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, কক্সবাজার জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার ছিলেন একজন দক্ষ, পরিচ্ছন্ন শ্রমিক সংগঠক। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের একজন আদর্শনেতা।
উল্লেখ্য যে, গত শুক্রবার (৫ নভেম্বর) রাত ১০ টার দিকে তাঁর ছোট ভাই সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কুদরত উল্লাহ সিকদার (ইউপি সদস্য পদপ্রার্থী) এর কক্সবাজার লিংকরোডস্থ অফিসে কর্মীদের সাথে আলাপকালে সন্ত্রাসীরা গুলি করে। এতে জেলা শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও ইউপি সদস্য পদপ্রার্থী কুদরত উল্লাহ সিকদারসহ কয়েকজন আহত হয়। গুরুতর আহত জহিরুল ইসলাম সিকদার ও কুদরত উল্লাহ সিকদারকে ওই রাতেই কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার (৭ নভেম্বর) বেলা ১২ টা ৪৫ মিনিটে জহিরুল ইসলাম সিকদার মারা যান। সাইমুম সরওয়ার কমল এমপি আওয়ামী লীগ নেতা কুদরত উল্লাহ সিকদার মেম্বারের সুস্থতার জন্যও সকলের কাছে দোয়া কামনা করেছেন।