নিজস্ব প্রতিবেদকঃ
আগামীকাল ৬ ফেব্রুয়ারি, সোমবার কক্সবাজার জেলা বাবুর্চি শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের তাফসির মাহফিল কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
এতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোচক ডঃ লুৎফুর রহমান প্রধান বক্তা হিসেবে মূল্যবান আলোচনা পেশ করবেন। এছাড়া দেশবরেণ্য আলোচকবৃন্দ উপস্থিত থাকবেন।
মাহফিলকে সফল করতে রবিবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সমিতির সভাপতি নুরুন্নবী বাবুর্চির সভাপতিত্বে মাহফিল স্থলে নির্মিত প্যান্ডেলে সর্বশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, হোটেল শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক এম ইউ বাহাদুরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মাহফিলকে সফল ও সার্থক করতে প্রস্তুতি সভায় বিভাগ ভিত্তিক দায়িত্ব বন্টন করা হয়।
দায়িত্বপ্রাপ্তদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন মাহফিলের আয়োজক কমিটি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।