কুতুবদিয়া প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে কক্সবাজারের কুতুবদিয়ায় বড়ঘোপ ইউনিয়ন পরিষদ কর্তৃক দুই দিনব্যাপী প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার প্রথমদিনে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকালে সমুদ্র সৈকতে ৫০ ও ১০০ মিটার দৌড়, উচ্চ ও দীর্ঘ লাফ এবং সমাপনী দিনে বুধবার (৮ ফেব্রুয়ারী) সকালে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের মাঠে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বিষয়ভিত্তিক কুইজ এবং নৃত্য ও সংগীত প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। তাদের প্রতিযোগিতা দেখতে ইউনিয়ন পরিষদের মাঠে ভিড় করেছে অভিভাবকসহ স্থানীয়রা।

অনুষ্ঠানে বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুতুবদিয়া মডেল হাইস্কুলে সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার দাশ, প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম,ইউপি সদস্য সালাউদ্দীন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য যথাক্রমে- মীর কাসেম, রেজাউল করিম,আজিজুল হক,জামাল উদ্দীন সুজা, হাছিনা আক্তার বিউটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান, বড়ঘোপ ইউনিয়ন পরিষদ কর্তৃক
দুই দিনব্যাপী প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে ১১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ নেয়। ৫৪ টি ইভেন্টের মধ্যে ১৬২টি পুরষ্কার বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের নিয়ে এমন প্রতিযোগিতা তাদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।