আবু সায়েম:

কক্সবাজার রামুতে বন্যহাতির পালকে বনে ফেরাতে গিয়ে আহত বনকর্মী ( আউটসোর্সিং কর্মচারী) সাইদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন পানের ছড়া রেঞ্জের চেনছড়ি বন এলাকায় বন্য হাতির পালকে বনে ফেরাতে গিয়ে বন্যহাতির আক্রমণের শিকার হয়েছেন বনবিভাগের লোকজন। এ সময় ৪ জন বনকর্মী ও ১ জন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।

শনিবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেনছড়ি বনতলা থেকে ভিতরে বনে হাতির পালের এ আক্রমণের ঘটনা ঘটে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুর রহমান টগর এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, সাইদুল ইসলাম
(বনবিভাগের আউট সোর্সিং কর্মচারী) এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য আনোয়ার হোসেন, নজরুল ইসলাম,স্থানীয় বাসিন্দা মো. বাপ্পি ও পানের ছড়া বনবিট কর্মকর্তা মো. সোহেল রানা।
আহত ৫ জনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে আউটসোর্সিং কর্মচারী সাইদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, শাবকসহ ১৪টি হাতির একটি পাল লোকালয়ে চলে আসে। হাতি দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় করেছিলেন। জানতে পেরে বনবিভাগের সদস্যরা, এলিফ্যান্ট রেসপন্স টিম ও স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে ঘটনাস্থলে যান ৷ ভিড় করে থাকা মানুষদের নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে আমরা হাতিগুলোকে ধীরে ধীরে বনের ভেতর ফেরানোর চেষ্টা করি। কিন্তু বনে ফেরানোর আগ মুহূর্তে হাতির পাল উল্টো ঘুরে আক্রমণ চালায়। হাতির পালের মধ্যে ৬/৭ টি হাতি শাবকও রয়েছে। এতে ৫ জন আহত হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।

তাদের মধ্যে বনকর্মী সাইদুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রামে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘ কয়েক মাস থেকে রামু উপজেলার চেইন্দা, বনতলা, চেনছড়িসহ আশপাশের এলাকায় লোকালয়ে ডুকে হাতির পাল ফসলের ব্যাপক ক্ষতিসাধান করে আসছিল। এর আগেও এ হাতির পালটিই মূলত লোকালয়ে এসে ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে এবং অনেককে পায়ে পিষ্ট করে গুরুতর আহত করে।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার দিবাগত রাতে ১৩/১৪টি হাতির একটি পাল দক্ষিণ বনবিভাগের পানেরছড়া বনাঞ্চল থেকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বনতলা চেনছড়ি এলাকায় গিয়ে পাকা ধান খেয়ে পেলে এবং অন্যান্য সবজি ক্ষেত নষ্ট করে। সকালে হাতি আসার খবরে উৎসুক জনতা হাতি দেখতে ভিড় জমায়। সর্বত্র আতংক সৃষ্টি হয়। পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা তহিদুর রহমান টগর বলেন, গত কয়েক মাস থেকেই হাতির পালটি লোকালয়ে হানা দিয়ে জান-মালের ক্ষতিসাধন করছে। বিভিন্ন সময় আমরা খবর পেয়ে হাতির পালটিকে বনে ফেরানোর চেষ্টা করি। তারপরেও বার বার হাতির দল লোকালয়ে চলে আসে। গতকালের ঘটনায় ৪ জন বনকর্মীসহ স্থানীয় বাসিন্দা আহত হলে আহতদের মধ্যে বনকর্মী সাইদুল ইসলামের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ৪ জন বনকর্মী আহত হওয়ার পরেও পানেরছড়া রেঞ্জের বনকর্মী এবং স্টাফগণের সহযোগিতায় রাত ১০ টার মধ্যেই লোকালয়ে আসা হাতির পালটিকে নিরাপদ আবাসস্থলে ফেরত পাঠাতে সক্ষম হয়।