নিজস্ব প্রতিবেদকঃ
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে ঐক্য পরিষদ থেকে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন রামুর পূর্ব রাজারকুল নিবাসী, খ্যাতনামা শিক্ষাবিদ মরহুম মাস্টার করিম দাদের কনিষ্ঠ সন্তান এবং রামু খিজারী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এডভোকেট মো. ওমর ফারুক।
তিনি ২ হাজার ১৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের পিটু কুমার শীল পেয়েছেন ১ হাজার ৮৬৩ ভোট।
চট্টগ্রাম আইনজীবী সমিতির মতো প্রতিনিধিত্বশীল একটি বৃহৎ অঙ্গনে নেতৃত্বে আসীন হওয়া অনেক গৌরবের, কৃতিত্বের।
মোঃ ওমর ফারুকের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেছেন রামু খিজারী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ।
সেই সঙ্গে পরিবারের সদস্যরা তার জন্য দোয়া চেয়েছেন।
সমিতির মর্যাদা রক্ষা, অর্পিত দায়িত্ব যথাযথ পালনে সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন এডভোকেট মো. ওমর ফারুক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।