কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সিলেট ট্যুর

চিরঋণী করা আতিথেয়তা!

প্রকাশ: ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৯:৪৮ pm , আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১২:২০ am

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


ইমাম খাইর, সিবিএনঃ
২১ ফেব্রুয়ারি। রাত সাড়ে ৮টা। উদয়ন এক্সপ্রেসে কক্সবাজার ফিরতি যাত্রা। চার দিনের ট্যুর শেষ। গন্তব্যের শেষ সময়ের গুছগাছ।

এমন মুহূর্তে হাতফোনের ক্রিংক্রিং আওয়াজ। চোখ রাখতেই দেই, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসসের ব্যুরো চীফ মাকসুদ আহমেদ।

হ্যালো বলতেই উচ্ছ্বসিত প্রশ্ন, “কেমন কাটালেন সিলেটে?

জানাই, “সব ঠিক আছে। আপনাদের ভালোবাসাটুকুন ভুলতে পারলাম কই?”

ফিরতি জবাব, “আপনাদের জন্য ভিআইপি লাউঞ্জ বরাদ্দ করা আছে। বিদায় জানাতে ঠিক ৮ টায় দেখা হবে ট্রেন স্টেশনে। ওখানেই চা-বিস্কিটে হবে আলাপন।”

যেই কথার সেই কাজ! স্টেশনে পৌঁছতেই দেই, বাইরে অপেক্ষায় মাকসুদ ভাই। একেএকে রিসিভ করলেন। ভিআইপি লাউঞ্জে নিয়ে গেলেন। নাস্তা সারলেন। ছবি তুললেন।

ইতোমধ্যে ট্রেন ছাড়ার সময় হলো। আমাদের সঙ্গে হাঁটলেন। ট্রেনে নির্ধারিত সীটে বসিয়ে দিলেন। ট্রেন ছেড়ে না যাওয়া পর্যন্ত বাইরে অপেক্ষা করলেন। শেষ বেলায় হাত নেড়ে অভিবাদন, বিদায় সম্ভাষণ জানালেন। কী অসাধারণ আতিথিয়তা!

সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরওয়ার সাঈদ, অধ্যাপক আলমগীর মাহমুদ ও সহসভাপতি ইমাম খাইর।

তারও আগে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় মতবিনিময় সভা করলেন। কক্সবাজার অনলাইন প্রেসক্লাবকে “সম্মাননা স্মারক” দিলেন। সভাপতি মুহিত চৌধুরীর লিখিত বই “বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা” সবাইকে উপহার প্রদান ও অভিজাত হোটেলে হরেক মেনুতে ডিনার করালেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সহসভাপতি মোঃ গোলজার আহমেদ, সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ, সহসাধারণ সম্পাদক মো: তাওহীদুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী পরিষদ সদস্য আশীষ দে, মো: সাইফুল ইসলাম, মাহমুদ হোসেন খানের এমন সৌজন্যতা – আতিথেয়তা কী ভুলবার…!

ইমাম খাইর
সহসভাপতি, কক্সবাজার অনলাইন প্রেসক্লাব
বার্তা সম্পাদক, কক্সবাজার নিউজ-সিবিএন।

নোটঃ
১৮-২১ ফেব্রুয়ারি কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের চারদিনের ট্যুরে যারা ছিলেনঃ
সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী, সাধারণ সম্পাদক সরওয়ার সাঈদ, সিনিয়র সহসভাপতি আনছার হোসেন, সহসভাপতি ইমাম খাইর, অর্থ সম্পাদক ইসলাম মাহমুদ, অধ্যাপক আলমগীর মাহমুদ, মোস্তফা সরওয়ার, সায়ীদ আলমগীর, আবুল মনজুর, খোরশেদ হেলালী, শাহীন মাহমুদ রাসেল, জসিম আজাদ, শরীফ আজাদ, মহিউদ্দিন মাহী, সালাহ উদ্দিন আকাশ, কনক বড়ুয়া শ্রাবণ, আলাউদ্দিন সিকদার এবং ফরিদ উদ্দিন রুবেল।