ইমাম খাইর, সিবিএনঃ
ছাপা পত্রিকার জগৎ দিনদিন ছোট হয়ে আসছে। সেটা বাস্তবতা। বর্তমান সময়ে সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম অনলাইন সংবাদপত্র। জনগণের আস্থা অর্জন করায় মেইন স্ট্রিমে জায়গা করে নিয়েছে ডিজিটাল সংবাদমাধ্যম।
অনলাইন প্রেসক্লাব গঠনের মধ্যমে সাংবাদিকদের মধ্যে শৃংখলা ফিরিয়ে আনা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে সিলেট অনলাইন প্রেসক্লাবের সঙ্গে মতবিনিময় সভায় কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সিবিএনের সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, নিজের খেয়েই চলছে অনলাইন পোর্টালসমূহ। ইতোমধ্যে যেসমস্ত অনলাইন নিবন্ধন পেয়েছে তারা সরকারি কোন সুযোগ সুবিধা পাচ্ছে না। অনেক প্রসিদ্ধ ও জনপ্রিয় পোর্টালকে নিবন্ধন না দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এরপরও সুস্থধারার সাংবাদিকতা করে যাচ্ছে অনলাইন পোর্টালসমূহ।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আকতার চৌধুরী আরো বলেন, অনলাইন প্রেসক্লাবকে সারাদেশে সুসংগঠিত করা হচ্ছে। সিলেট অনলাইন প্রেসক্লাব দেশের একটি মডেল সংগঠন। অনলাইন গণমাধ্যমের উন্নয়নে এই ক্লাবের ভূমিকা অনন্য। জাতি চিরদিন শ্রদ্ধাভরে তাদের স্মরণ করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, দেশের প্রতি কমিটমেন্ট থেকে আমাদের সাংবাদিকতা। বস্তুনিষ্ঠতা ও নির্মোহ সংবাদই একজন সাংবাদিককে এগিয়ে নেয়। শক্তিশালী করে।
শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি মো: গোলজার আহমদ।
অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আনছার হোসেন ও সাধারণ সম্পাদক সরওয়ার সাঈদ।
সভাপতির বক্তব্যে মুহিত চৌধুরী বলেন, সাংবাদিকতার নামে অপসাংবাদিকতারোধে সারা দেশে অনলাইন প্লাটফর্মকে আরো শক্তিশালী করতে হবে। বাড়াতে হবে পেশাদারিত্ব। তার জন্য আমরা কাজ করছি।
মতবিনিময় সভায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক মো: তাওহীদুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী পরিষদ সদস্য আশীষ দে, মো: সাইফুল ইসলাম, মাহমুদ হোসেন খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কক্সবাজার অনলাইন প্রেসক্লাবকে “সম্মাননা স্মারক” ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর লিখিত “বাংলাদেশের অনলাইন সাংবাদিকতা” বই প্রদান করা হয়।
এ সময় কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইমাম খাইর, অর্থ সম্পাদক ইসলাম মাহমুদ, অধ্যাপক আলমগীর মাহমুদ, মোস্তফা সরওয়ার, সায়ীদ আলমগীর, আবুল মনজুর, খোরশেদ হেলালী, শাহীন মাহমুদ রাসেল, জসিম আজাদ, শরীফ আজাদ, মহিউদ্দিন মাহী, সালাহ উদ্দিন আকাশ, কনক বড়ুয়া শ্রাবণ, আলাউদ্দিন সিকদার এবং ফরিদ উদ্দিন রুবেল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৮-২১ ফেব্রুয়ারি কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের চারদিনের ট্যুর এবার পূণ্যভূমি সিলেটে অনুষ্ঠিত হয়েছে। আগামী বছর আরো সমৃদ্ধ ও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা রয়েছে। বার্ষিক কর্মসূচিতে অংশ গ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন৷ সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।