আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,মঙ্গলবার (২১ফেব্রুয়ারী) সন্ধ্যায় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে টেকনাফ থানাধীন হৃীলা ইউপিস্থ হৃীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর দেওয়াল সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পার্শ্বস্থ পাকা রাস্তার নিকট অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সিএনজি চালিত অটোরিক্সাসহ যাহার রেজিঃ নং- ১১-৫২৫৮ এবং দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও সিএনজি তল্লাশী করে বর্ণিত গাড়ির পিছনের সিটের উপর রক্ষিত অবস্থা হতে সর্বমোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় ২৪নং লেদা রোহিঙ্গা ক্যাম্পের এফসিএন নং-২৫৭১৪৯,সি ব্লকের বাসিন্ধা বদিউল আলমের ছেলে আবু তৈয়ব(২৬),হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়ার আবু সুফিয়ানের ছেলে
সাইফুল ইসলাম(২১) বলে জানা যায় এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছানোর পূর্বেই হ্নীলা ইউনিয়নের ৫নং ওযার্ড দর্গামোড়া পাড়ার সুলতানের আবু হানিফ(২৭), হোয়াইক্যং ইউনিয়নের
খারাংখালী বাজার সংলগ্ন পশ্চিম মহেশখালী পাড়ার সুলতান আহাম্মদের
রফিকুল ইসলাম(৪০) পালিয়ে যায় মর্মে ধৃত মাদক ব্যবসায়ীরা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ধৃত ব্যক্তিরা অবৈধ ইয়াবা ট্যাবলেটগুলো বেশি দামে বিক্রয়ের লক্ষে অনত্র প্রেরণের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে স্বীকার করে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।
তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।