সংবাদ বিজ্ঞপ্তি :
শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না, সকলকে আদর্শবান দেশপ্রেমিক হতে হবে। তথ্য সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। আজ থেকে আমরা আরও একটি শপথ করি-কোন রকম নেশার সাথে নিজে জড়াবো না, অন্যকেও জড়াতে দিবনা। এছাড়াও সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে কলাতলী সৈকত কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলে বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলর এম এ মনজুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, আলহাজ্ব মুফিজুর রহমান, আলহাজ্ব রফিক উল্লাহ মুকুল, নাজমুল হোসাইন নাজিম, আবু বকর, রফিকুল ইসলাম, আব্দুল খালেক, নাছির উদ্দীন, এমবিএ হেলালীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।