ইমাম খাইর, সিবিএনঃ
দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়া আঁধার ঘোনায় উদ্বোধন হয়েছে ইমু স্মৃতি পাঠাগার।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে পাঠাগার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন ও কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি বিশিষ্ট লোক গবেষক মুহম্মদ নূরুল ইসলাম।

মরহুম আলহাজ্ব মুজিবুল হক চেয়ারম্যানের কনিষ্ঠ পুত্র এমরানুল হক ইমুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বদিউদ্দিন-মুজিব আনন্দধারা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পাঠাগারটি করা হয়েছে।

পাঠাগার উদ্বোধন শেষে আঁধার ঘোনা বাজার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বদিউদ্দিন-মুজিব আনন্দধারা ফাউন্ডেশনের সভাপতি ও কক্সবাজার সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন বলেন, বইকে সামনে রেখে পড়ার মজাই আলাদা। আনন্দধারা ফাউন্ডেশনের ব্যাপ্তি অনস্বীকার্য। যেখান থেকে জাতির নতুন পথ রচনা হবে।

শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষকেও পাঠাগারমুখী হওয়ার আহবান জানান শিক্ষা অফিসার।

আরোচনা সভায় পাঠাগার উদ্বোধক মুহম্মদ নূরুল ইসলাম বলেন, ইসলামের প্রথম মর্মবাণী পড়া। সমাজ ও দেশকে আলোকিত করতে বেশি করে পড়তে হবে। না পড়ে কেউ মহান হতে পারে না। প্রজন্মকে এগিয়ে নিতে পড়াশোনাকে সঙ্গী রাখার বিকল্প নাই।

আলোচনা সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

সেই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের নগদ ২ হাজার টাকা ও পদক দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বদিউদ্দিন-মুজিব আনন্দধারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ এহসানুল হক কাজল, হোয়ানক কলেজের অধ্যক্ষ সরওয়ার কামাল, আওয়ামী লীগ নেতা সেলিম চৌধুরী, ফাউন্ডেশনের সাহিত্য সম্পাদক বোরহানুল হক শিমুল, শিক্ষক এসএম সিরাজুল হক, হাজেরা খাতুন, আশরাফ ছিদ্দিকী, মুহাম্মদ আমান উল্লাহ, মাস্টার কবির হোসেন, সাংবাদিক আবদুস সালাম কাকলীসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিগণ বক্তব্য দেন।

আয়োজনে সার্বিক সহযোগিতা করেন শফিকুল কাদের লিটু।