এম.মনছুর আলম, চকরিয়া :
চট্টগ্রাম কর আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ২০২২ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সদস্যদের সন্তানদের সংবর্ধিত করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে কক্সবাজারের শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে সকল বিষয়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্ত অদম্য মেধাবী শিক্ষার্থী সারিকা সেহেরীনকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করে সংবর্ধিত করেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

সংবর্ধিত অদম্য মেধাবী শিক্ষার্থী সারিকা সেহেরীন ইতিপূর্বে জেএসসি ও পিইসি পরীক্ষায়ও এক অভাবনীয় ফলাফল করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। বর্তমানে সে চট্টগ্রাম কলেজে এইচএসসিতে অধ্যায়নরত। চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে তার গ্রামের বাড়ি। সে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সদস্য এবং গ্লোবাল মানবাধিকার কমিশন কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক এপেক্সিয়ান অ্যাডভোকেট মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের এর জৈষ্ঠ্য কন্যা এবং কক্সবাজার সরকারী মহিলা কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সাকিহ উদ্দিন কাদের এর ভাইজি। ভবিষ্যতে সারিকা আইন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার আগ্রহের কথা জানান।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম আগ্রাবাদ সিজিও ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ ইফতেখার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.এম. বজলুর রশিদ মিন্টু, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয় শান্ত প্রকাশ বড়ুয়াসহ আইনজীবী সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ ও কৃতি শিক্ষার্থীর গর্বিত পিতা অ্যাডভোকেট মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের।